যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের আরও খবর
প্রবাহ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
তেরখাদা
দিবসটি উপলক্ষে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিলো সকাল ৮টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুমাইয়া সুলতানা এ্যানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সন্তান কমান্ডের কায়নাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ ও মোল্যা আশরাফসহ স্থানীয় আলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আলতাসির রহমান ও প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান। কোরান তেলাওয়াত করেন মাওলানা মাহাবুর রহমান গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ কুমার। এছাড়া সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদেরকে ৫ হাজার টাকার চেক ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে ফুল ও উপহার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি।