চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নির্বাচনী প্রতিশ্রুতির আহবান

স্টাফ রিপোর্টার ঃ সকল পেশার মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে সবুজ ও টেকসই স্মার্ট নগরায়ণের জন্য অনুকরণযোগ্য আদর্শ তথা মডেল ওয়ার্ড ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সিটিজেন রাইটস প্রটেকশন কমিটি। সেই সঙ্গে পরিকল্পিত নগরায়ণের জন্য সকল পেশার মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে সবুজ ও টেকসই স্মার্ট নগর গড়ে তোলারও আহবান জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে। খুলনা বিএমএ মিলনায়তনে সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লিখিত সংগঠনগুলোর পক্ষে শেখ আশরাফুজ্জামান। এসময় শহুরে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সুস্পষ্ট নির্বাচনী প্রতিশ্রুতির আহবান জানানো হয়। সুশীলনের ‘এনভায়রনমেন্ট রেজিলিয়েন্স বিল্ডিং উইথ সিটিজেনস নিডস আন্ডার খুলনা সিটি কর্পোরেশন অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় শুভশক্তি, সুসমাজ প্লাটফর্ম ও সিএসও নেটওয়ার্ক এবং সিটিজেন রাইটস প্রটেকশন কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।