স্থানীয় সংবাদ

গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ গত মঙ্গলবার বিকাল ৪টা ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে শীতবস্ত বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি এ্যাডঃ মোঃ ইমদাদুল হক চঞ্চল লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক তোবারক সাহেব। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ( রফিক )। সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, বর্তমান কার্যকরী পরিষদের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে নাহিদ নেওয়াজ রানা, মাকসুদ আহমেদ সুমন, কাইয়ুম হাসান স্বপন ও মহিলা সম্পাদিকা সুলতানা শেখ। গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে প্রতিবছর শীতকালে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দরিদ্র মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রফিউদ্দিন আহমেদ এ কর্মসূচিকে সাধুবাদন জানিয়ে বলেন, সুদূর ইউকে তে থেকেও বাংলাদেশের মানুষের কথা ভেবে যারা বাংলাদেশে আর্থিক অনুদান পাঠান তাদের ধন্যবাদ জানান। কর্মসূচির উদ্বোধন শেষে শীতার্তদের জন্য খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ও থানায় কম্বল পাঠানো হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভাণী, সাংগঠনিক সম্পাদক তুহিন মোল্লা ,সিনিয়র সদস্য এস এম সিফার,শেখ মহিতুর রহমান বাবলু,মনজুর রশিদ রনি প্রমুখ। সংগঠনের পক্ষে বাংলাদেশে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন উদীয়মান সমাজসেবক মোঃ মহিদুল হক শান্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button