স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু প্রমুখ। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বেলা সাড়ে ১২টায় একই স্থানে ক্লাবের স্থায়ী সদস্যদের অংশগ্রহণে বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। বিজনেস সেশনে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সাধারণ সম্পাদক মামুন রেজা গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ও তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন বার্ষিক অডিট রিপোর্ট পেশ করলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা খুলনা’র চেয়ারম্যান ও কেডিএ’র সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলভার এন্টারটেইনমেন্ট এর শিল্পীরা। পরে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button