স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৩৫

বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩৪৬১২ : মৃত্যু ১২৪

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৫ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩৪ হাজার ৬১২ জন এবং মৃত্যু হয় ১২৪ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৫ জন। এর মধ্যে খুলনায় ৯ জন, বাগেরহাটে ২জন, যশোরে ২ জন, ঝিনাইদহে ৫ জন, মাগুরায় ১ জন, নড়াইলে ১ জন, কুষ্টিয়ায় ৬ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩৪ হাজার ৬১২ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১২৪ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৮ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৯ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ১১ জন, মেহেরপুরে ১ জন, নড়াইলে ৬ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৬৬ জন এবং রেফার্ড করা হয় ৪০০ জনকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার জানান, গত একদিনে হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বতর্মানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৫৫ জন। এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা প্রদান করা হয় মোট ৩ হাজার ৮০২ জন এবং মৃত্যু হয় ৩৮ জনের। খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১২ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩০১৯ জন এবং মৃত্যু হয় ২ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button