স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতালে আইসিইউ ইউনিট-২ এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আইসিইউ ইউনিট- এর যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ইউনিটে রোগীর ভর্তির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন খুমেক হাসপাতালের পরিচালক ডা: তরুন মন্ডল, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( স্বাস্থ্য) ডা: মো: মনজুরুল মুরশীদ, হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: হুসাইন সাফায়াত, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো: দীন-উল-ইসলাম, উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ, খুমেক হাসপাতালের অ্যানেস্থসিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: হাবিবুর রহমান, খুলনা সিভিল সার্জন ডা: মো: সবিজুর রহমান, খুমেক হাসপাতালের আরএমও ডা: সুমন রায়, আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার, সহকারি অধ্যাপক (অ্যানেস্থেসিওলজি) ও ইউনিট প্রধান আইসিইউ-২ এর ডা: লিপিকা রায়, খুমেক হাসপাতালে (অ্যানেস্থেসিওলজি) সাবেক বিভাগীয় প্রধান ডা: ফরিদ উদ্দিন আহমে প্রমুখ। এর আগে গত ১৪ নভেম্বর দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ ইউনিট-২ এর চালু করার আগে সকালে হাসপাতালের পরিচালক ডা: তরুন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: হুসাইন সাফায়াত বলেন, গত ১৪ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের আইসিইউ-২ আনুুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ১০ শয্যা নিয়ে আইসিইউ ইউনিট-২ চালু করা হলেও আপাতত ৫ শয্যা নিয়ে চালু করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে জনবলপুর্ণ করে পুরোপুরিভাবে এই ইউনিটের কার্যক্রম শুরু করা হবে। আরএমও ডা: সুমন রায় বলেন, খুমেক হাসপাতাল ৫০০ শয্যার হলেও ভর্তি থাকে প্রায় ১২০০-১৫০০ রোগী। এই হাসপাতালে আগে ১০ শয্যার আইসিইউ ইউনিট-১ চালু ছিলো। পর্যাপ্ত আইসিইউ শয্যা না থাকায় অনেক সঙ্কটাপন্ন রোগীকে ভর্তি করা সম্ভব হতো না। এখন নতুন করে আরও ১০ শয্যার আইসিইউ ইউনিট-২ যুক্ত হলো। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চেষ্টা সেটি আরও এক ধাপ এগিয়ে গেল।
খুমেক হাসপাতালের সহকারি অধ্যাপক (অ্যানেস্থেসিওলজি) ও ইউনিট প্রধান আইসিইউ-২ এর ডা: লিপিকা রায় বলেন, একজন রোগীর ভর্তির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসিইউ ইউনিট-২ উদ্ধোধন করেন। তখন কিছু সংস্কারের কাজ বাকী ছিলো। সেগুলো মেরামত করেই আপাতত ৩-৫ শয্যা নিয়ে যাত্রা শুরু করেছি। প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরি করে এখানে নিযুক্ত করতে হয়। কারণ এটা একটি ক্রিটিক্যাল ইউনিট। প্রশিক্ষণ প্রাপ্ত লোকছাড়া এখানে জনবল দেওয়া সম্ভব না। ্আশাকরি খুব শিগগিরই আমরা পুরোপুরিভাবে এই ইউনিট চালু করতে পারবো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button