জাতীয় কবিতা পরিষদ খুলনার কমিটি গঠন
অলিউর সভাপতি, সম্পাদক ইমদাদ
খবর বিজ্ঞপ্তি : জাতীয় কবিতা পরিষদ, খুলনার সাধারণ সভা ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় লোয়ার যশোর রোডস্থ আমেনা ভবন কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি কবি বিমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এল কে টফির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্য বিবরণী উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন কবি মোঃ ইমদাদ আলী। সাধারণ সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কবি এস এম হুসাইন বিল্লাহ, শেখ অলিউর রহমান, অধ্যাপক অজিত কুমার রায়, জেসমিন জামান, রেবেকা সুলতানা ও পরিমল মল্লিক । পরে সকল সদস্যর আলোচনার ভিত্তিতে ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচনী কমিটির আহবায়ক কবি বিমল কৃষ্ণ রায়, যুগ্ন আহবায়ক কবি এস এম হুসাইন বিল্লাহ ও এল কে টফি। সভায় পুনরায় কবি শেখ অলিউর রহমানকে সভাপতি এবং কবি মোঃ ইমদাদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম এম তৈয়াবুর রহমান, রেবেকা সুলতানা, কাজী হুমায়ুন কবীর,যুগ্ন সম্পাদক প্রতাপ রুদ্র, সাংগঠনিক সম্পাদক মোহিত কুমার মন্ডল,সহ-সাংগঠনিক সম্পাদক মারিয়াম তাসনিম, অর্থ ও দপ্তর সম্পাদক পরিমল মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমা খান, তথ্য ও গবেষণা সম্পাদক অরবিন্দ মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম। নির্বাহী সদস্যরা হলেন: কবি বিমল কৃষ্ণ রায়, এস এম হুসাইন বিল্লাহ, অজিত কুমার রায়, মিনা মিজানুর রহমান, জেসমিন জামান, সুপ্রসাদ গোস্বামী, ডি কে পাল, এল কে টফি ও হোসেন মাহমুদ বাচ্চু