সেবক হয়ে অত্র অঞ্চলকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও জঙ্গীবাদ মুক্ত করতে চাই

গণসংযোগকালে এস এম কামাল
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। কারণ এর নেতৃত্বে রয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফূলী টানেলের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকুন এবং আমার প্রতি আস্থা রাখুন। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সেবক হয়ে অত্র অঞ্চলকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে চাই।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর বৈকালী, মুজগুন্নি আবাসিক এলাকা, গোয়ালখালী, বাস্তুহারা সহ ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খসরুল আলম, কাজী এনায়েত আলী আলো, মোল্লা হায়দার আলী, শাহজাহান জমাদ্দার, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, কাউন্সিলর সাইদুর রহমান, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্সসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।