দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর

স্টাফ রিপোর্টার ঃ ১৮ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজের পক্ষে ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যার যার এলাকার রাস্তাঘাট-অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটের মাঠ সরগরম রাখতে ব্যস্ত সবাই। বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকদের পাঠানো সংবাদ তুলে ধরা হল।
এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ ঃ ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ নৌকার প্রার্থী সেখ সালাহ্ উদ্দিন জুয়েলের পক্ষে ২৫নং ওয়ার্ডে বানরগাতী বাজার, সোহওয়ার্দী কলেজ রোড, ইসলাম কমিশনার মোড়, সিদ্দিকীয়া মহল্লা, মেটেপোল এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পুরস্কারপ্রাপ্ত মৎস্য সংগঠক মোঃ আসাদুজ্জামান কচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের পরিচালক (অর্থ) মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চিংড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মনজির। আরও উপস্থিত ছিলেন খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, ফোয়াবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পুরস্কারপ্রাপ্ত চিংড়ি চাষী মোঃ ওয়াজেদ আলম, ব্যাংকার রাশেদুল হাসান রাজা, মহিলা নেত্রী বুলু রানী ম-ল, স্মার্ট ফিশারিজ-এর ই-টেসিবিলিটি পাইলট প্রকল্পের কো-অডিনেটর মৎস্যবিদ মনিরুজ্জামান, ফোয়াব খুলনা জেলা কমিটির সদস্য সচিব পুরস্কারপ্রাপ্ত গলদা চিংড়ি চাষী শেখ শাকিল হোসেন, বিশিষ্ট সমবায়ী মোদ্দাসের আলী মাস্টার, শহিদুল ইসলাম মাস্টার, রেজাউল ইসলাম, মাজেদ আলম বাদল, তিরঞ্জীব রায়, বিপুল
নগর স্বেচ্ছাসেবক লীগ ঃ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ২৮ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে গণসংযোগে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নগরীর চয়নিকার মোড় থেকে শুরু করে ইলাক্সের মোড়, জোড়াকল বাজার, গাছতলা মন্দির, ছোট খাল পাড়, মাওলার বাড়ির মোড়, ফরিদ মোল্লার মোড়, করের বাজার, মিয়াপাড়া ও বিনোদিনী হাসপাতাল হয়ে ব্যাংকের মোড় (হামিদ আলী স্কুল) এলাকায় নৌকা প্রতিকের গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অংশগ্রহণ করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ রাজীব হোসাইন, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহজ্জ হাওলাদার, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ নাসির উদ্দিন, রাজিব হোসেন নীল, নাজমুল হাসান সাজু, মোঃ কবির হোসেন, মোঃ নাসির শেখ, রুবেল তালুকদার, মোঃ মারুফ হোসেন, ইব্রাহিম হোসেন আরজু, সাজ্জাদ আফ্রিদি রাদ, রফিকুল ইসলাম রেজা, দেবদাশ বিশ্বাস, মনোয়ার হোসেন রাশিক, রাজিউল ইসলাম রাজু প্রমুখ।