স্থানীয় সংবাদ

নির্বাচন কমিশনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মিছিল

খবর বিজ্ঞপ্তি : নির্বাচন কমিশন সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে খুলনায় ২২ ডিসেম্বর মুখে কালো কাপড় রাজপথে মিছিল ও শহীদ হাদিস পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বাম গণতান্ত্রিক জোটের আহবাহক ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি’র সাবেক জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, কমিউনিস্ট লীগের আনিসুর রহমান মিঠু, সিপিবি’র সুতপা বেদজ্ঞ, বাসদের আঃ করিম, সিপিবি’র রঙ্গলাল মৃধা, এস এম চন্দন, আফজাল হোসেন রাজু, হরষিৎ ম-ল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচন সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, এ অশুভ তৎপরতা করে পার পাওয়া যাবে না। মানুষ লড়াই সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button