স্থানীয় সংবাদ

নগরীতে ইয়াবা ফেন্সিডিল গাঁজা ও মদসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর খালিশপুর কিউ ২৫ হাউজিং এস্টেট-এর বাসিন্দা আব্দুল হালিমের ছেলে রুবেল হোসেন(৩০), মধ্যডঙ্গা উত্তরপাড়া জিন্নাহ সড়কের মৃতঃ কাজী নূর ইসলামের ছেলে কাজী রবিউল ইসলাম(৩৫), শংকরপুর জোয়াদ্দার পাড়ার মৃত: হাতেম আলীর ছেলে মোঃ ফজলুল হক(৫০), আইডিয়াল কলেজ রোড সোনাডাঙ্গার মৃত: নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে নিউটন বিশ্বাস ওরফে আকাশ(৫০), জিন্নাহপাড়া ৯নং গলির খোকন শেখের ছেলে সিনবাদ শেখ(১৯), শিরোমণি পশ্চিম পাড়ার মৃত: মহির কাজীর ছেলে আল-মামুন কাজী(১৯), স্টেশন রোড হিজলা গলির বাসিন্দা মৃত: গঙ্গারামের ছেলে বাদল রাউত(৪৫), স্টেশন রোড হিজলা গলির মৃত: বাবুল খানের ছেলে আজিম খান ওরফে সনি(৪১), মৃত: লক্ষণ সাহানির ছেলে শিবু শাহানি(৫০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০ বোতল ফেন্সিডিল, ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২০ গ্রাম গাঁজা এবং ১৫০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৭ টি মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button