বিএনপি সরকারের আমলে কৃষকরা সার আনতে গিয়ে ১১ জন কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ খুলনা জেলার উদ্যোগ দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটরিয়ামে শনিবার বেলা ১২ টায় সংগঠনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ খুলনা জেলার সভাপতি মোকলেসুর রহমান মনা। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের খুলনা অঞ্চলের সভাপতি এস এম আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় এস এম কামাল হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে সবুজয়ান করতে চেয়েছিলেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেনীর মর্যাদা দিয়ে ছিলেন। বিএনপি সরকারের আমলে উত্তর অঞ্চলে কৃষকরা সার আনতে গিয়ে ১১ জন কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। কৃষক ধানের মৌসুমে এলে ঠিকমতো বিদ্যুৎ পেতনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের দোরগোড়ায় সার ও বীজ পৌঁছে দিয়েছে। এখন আর কৃষককে সারের জন্য অপেক্ষা করতে হয় না সার কৃষকের জন্য অপেক্ষা করে। ১০০% বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন কৃষকের আর এখন বিদ্যুতের জন্য কষ্ট পেতে হয় না। প্রধান অতিথি আরো বলেন,গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সাথে ডিপ্লোমা কৃষিবিদরা সর্বদা সহযোগিতা করেন বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কৃষককে আর সারের জন্য দৌড়াতে হবে না, সার কৃষকদের পিছনেই দৌড়াবে। আমি ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশ্যে বলব, গ্রাম গঞ্জে আপনারা সাধারণ কৃষকদের সাথে কাজ করেন আগামী ৭ জানুয়ারি সকলে যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। আপনারা তাদেরকে ভোটদানে উৎসাহিত করবেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমি কখনো খবর দারি করব না। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।