নগরীতে গাঁজা ইয়াবাসহ আট মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ৫২ টুটপাড়া মেইন রোড জোড়াকল বাজারের মৃত: শামীম হাওলাদারের ছেলে সাগর হাওলাদার(৩০), ৮/২৩ নবীনগরের শাহ আলম সরদারের ছেলে এস এম জাবের(১৯), নবীনগরের নজরুল ইসলামের ছেলে রাসেল হাওলাদার(২০), বানরগাতির বাচ্চু বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস(২৮), আরাফাত আবাসিক প্রকল্প ৪র্থ গলির আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে জাবের হোসাইন(২৪), ছোট বয়রা পাসপোর্ট অফিসের পিছনের মৃত: সুলাইমান সিকদারের ছেলে মোঃ শাহাদাত সিকদার(৩৫), বাগমারা মেইন রোডের মৃত: নজরুল খাঁর ছেলে মনির খাঁ(২৩), নতুন বাজার লঞ্চঘাটের মৃত: রুস্তম ফরাজীর ছেলে মোঃ আলিমুল ইসলাম সবুজ(১৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা এবং ৭০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।