স্থানীয় সংবাদ

বড়দিন উপলক্ষে সিটি মেয়র ও এস এম কামালের শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক মহেশ্বরপাশা ফুলবাড়ীগেট দরিদ্রের মা মারিয়ার গির্জা ক্যাথলিক চার্চের ইনচার্জসহ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে উপহার সামগ্রী প্রদান করেন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি দৌলতপুর থানাধিন ফুলবাড়ীগেট মহেশ্বরপাশা দরিদ্রের মা মারিয়ার গির্জা ক্যাথলিক চার্চের ইনচার্জ জনখোকন রায়ের সাথে এ শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। এর আগে খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রাথী এস এম কামাল হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেন। মহেশ্বরপাশা দরিদ্রের মা মারিয়ার গির্জা ক্যাথলিক চার্চের ইনচার্জ জনখোকন রায় জানায়, সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বড়দিন উপলক্ষে চার্চের সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বড়দিনের উপহার সামগ্রী প্রদান করে। এ সময় তার সাথে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ১নংওয়ার্ড কাউন্সিলর মো. শাহাদাৎ হোসেন মিনা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিরা আখতার, মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগ নেতা শেখ কামাল আহমেদ, মনির শিকদার, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ওয়ার্ড আ’লীগ নেতা নাসির উদ্দিন, দুলাল, মোহন, মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ উপস্থিত ছিল। সিটি মেয়র বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন। এ সময় তিনি দেশের উন্নয়ন অগ্রগতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী ৭ জানুয়ারী ভোট উৎসবে সামিল হতে সকলকে কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান। এর আগে খুলনা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের পক্ষ থেকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button