স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় শেখ রাসেল ইকো পার্কের বিভিন্ন ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার – মোঃ হেলাল মাহমুদ শরীফ

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন, শেখ রাসেল ইকো পার্ক অর্থনৈতিক উন্নয়ন জোনের পাশাপাশি মহানগরীর দুর্বিসহ জীবন থেকে সাধারণ মানুষের মানসিক উৎকর্ষ সাধন ও বিনোদনের একটি আকর্ষণীয় স্পট হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । ইতিমধ্যে শেখ রাসেল ইকো পার্কের সুনাম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে । রূপসা ও কাজীবাছা নদীর তীরে মনোরম পরিবেশে ৪১ একর জমিতে গড়ে তোলা হয়েছে শেখ রাসেল ইকো পার্ক । আগামী শীতকালীন মৌসুমে বিনোদনের কথা বিবেচনা করে পিকনিক স্পট, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, পানিতে প্যাডেল বোর্ড ও বিভিন্ন ধরনের গাছের চারা এবং শোভা বর্ধনে ফুলের বাগান রোপণের শুভ উদ্বোধন করা হবে । তিনি গতকাল সোমবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা মৌজায় শেখ রাসেল ইকো পার্কের বিভিন্ন ইভেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । জেলা প্রশাসক ও শেখ রাসেল ইকো পার্ক ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার ইয়াসির আরেফীন’র সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মৈত্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হোসেন, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান, সুন্দরবন পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাসিন হোসেন, পানি উন্নয়ন বোর্ডের -১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযুকিয়া । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শরীফ রুবেল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ আজিজুর রহমান, সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম ,সাংবাদিক পরাগ রায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জগন্নাথ ঘোষ ও মোঃ রেজাউল হোসেন সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মী ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button