শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

জনসভায় সেখ জুয়েল এমপি
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়। তিনি বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ এতসব অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই হয়েছে। সেখ জুয়েল বলেন, বর্তমান সরকার নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীত, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, সাক্ষরতার হার ৭৫.৬০ শতাংশে উন্নীত করেছে। তিনি আরো বলেন, অতিমারী করোনার পরেও আমরা আমাদের জিডিপি ধরে রেখেছি। জিডিপি বেড়ে বর্তমানে মর্যাদার জায়গায় এসেছে। অদূর ভবিষ্যতে আমরা অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করে আমেরিকাকেও সাজেশন দিবো, ইনশাল্লাহ। সোমবার সন্ধ্যায় নগরীর ২০নং ওয়ার্ডের শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান বক্তা ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ কামাল। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, কাউন্সিলর মাহমুদা বেগম। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, অধ্যা. রুনু ইকবাল বিথার, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, চ ম মুজিবর রহমান, মীর মো. লিটন, মুন্সি মো. মোত্তালিব মিয়া, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. এনামুল হক, আঞ্জুমনোয়ারা, বলাকা রায়, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কামরুল ইসলাম, আলী আকবর মাতুব্বার, তোতা মিয়া ব্যাপারী, এস এম হাফিজুর রহমান হাফিজ, কবির পাঠান, শওকত হোসেন, মোহাম্মদ আলী, চিশতী মুস্তারী বানু, আব্দুস সালাম ঢালী, জাহাঙ্গীর আলী মন্টু, মিজানুর রহমান জিয়া, বাদশা হাওলাদার, মোয়াজ্জেম বাবু, রুম্মান আহমেদ, এম এ রশীদ, আবির হোসেন কাজল, আবু হানিফ, আবুল হোসেন মাষ্টার, মো. ইলিয়াছ মোল্লা, নুর ইসলাম মুন্সী, মো. ই¯্রাফিল সরদার, এম এ নুুরুল হক, সাইদ হোসেন রনি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে তিনি সকালে ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতিকের গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরেন্দ্র নাথ ঘোষ, নির্বাহী সদস্য এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, নির্বাহী সদস্য ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাজী জাহিদ হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, সাধারণ সম্পাদক মো. ফায়েজুল ইসলাম টিটো, এ্যাড. তারিক মাহমুদ তারা, যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর কনিকা সাহা, নূরিনা রহমান বিউটি, শেখ নজিবুল ইসলাম নজিব, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।