রূপসায় বাগমারা নারী সেন্টার কমিটির নির্বাচনী মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রাথী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা ডিগ্রী কলেজ নারী সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব রূপসা ব্যাংকের মোড় চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো. রবিউল ইসলাম। ২নং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক আ. সাত্তার শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, জেলা শ্রমিক লীগ নেতা মো. হায়দার আলী খান, ২নং বাগমারা সেন্টার কমিটির যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, মো. কবির শেখ, মো. সোহেল হোসেন লিটন, মো. লিটু বিশ্বাস, মো. এশারাত হাওলাদার, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. হাসান বেপারি, বেল্লাল শেখ, মহিলা নেত্রী স্বপ্না বেগম, হাসি বেগম, রুমা বেগম, রেসমা আক্তার, সালমা বেগম, তাসলিমা বেগম, চম্পা, আকলিমা বেগম, আরিফা খাতুন প্রমুখ। সভা শেষে ২নং ওয়ার্ড রূপসা কলেজ সেন্টার এর ৯২ সদস্য বিশিষ্ট নারী সেন্টার কমিটি ঘোষণা করা হয়।