স্থানীয় সংবাদ

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রূপান্তরে বিশেষ ভুমিকা রাখছে

খুলনা মহিলা টিটিসিতে চাকুরীর মেলায় আলোচকরা বলেন
বিভিন্ন জেলা থেকে আগত ১৬টি স্টলে ৪৪৭টি চাকুরীর আবেদনপত্র জমা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো চাকুরীর মেলা-২০২৩। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে চাকুরীর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ। এর আগে সকাল ১০টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় বিষয় ভিত্তিক আলোচনা। প্রতিষ্ঠানের সেইপ প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেবাশীষ সরকার ও ফাহমিদা রাইতার সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসিট্রঁজের বিভাগীয় প্রধান এ্যাড. শামীমা সুলতানা শিলু, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম ও খুলনা শিক্ষানবিশ প্রশিক্ষণ অফিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াহিদ মোড়ল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন প্রতিষ্ঠানের প্রধান হিসাব রক্ষক মো. শাহিনুর রহমান। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সেট্রেক্টর মো. রুস্তম আলী, জয়দ্রত ইজারাদার এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে নুসরাত জাহান সেতু। আলোচনা সভায় প্রধান অতিথিসহ আলোচকরা বলেন, ‘‘ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ জনশক্তি বা বেকার যুবক যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ ভুমিকা রাখছে। বক্তারা বলেন প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ দিয়ে পুনরায় চাকুরী মেলা আয়োজন করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিশেষ অবদান রেখে বেকারদের পাশে দাড়িয়েছেন।’’
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেইফ প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। গত ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের সেইফ প্রকল্পের কোর্স সমুহ শেষ হয়ে যাওয়ায় যারা এই প্রকেল্পর আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছে সে সকল প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এ জব ফেয়ার-২৩ এর আয়োজন করা হয়। চাকুরীর মেলায় খুলনা, ঢাকা, বগুড়া, কুয়াকাটা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে ১৬টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টল গুলোতে ৪৭৭ জন চাকুরী প্রত্যাশী তাদের আবেদনপত্র জমা দেন। দিনব্যাপী চলা এই চাকুরীর মেলায় প্রতিষ্ঠন থেকে প্রশিক্ষণ শেষ করা বিভিন্ন জেলার যুবক-যুবতী অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, উদ্যোক্তা, প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষণার্থী, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে চাকুরীর মেলায় অংশগ্রহণ করা ১৫টি প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button