স্থানীয় সংবাদ

কর্মীবান্ধব সংগঠক এস এম কামাল হোসেনকে আপনাদের খুঁজে নিতে হবে না, তিনিই আপনাদের খুঁজে নিবেন

৩নং ওয়ার্ড নৌকা প্রতীকের উঠান বৈঠকে প্রফেসর ড. পিন্টু বলেন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত এস এম কামাল হোসেনের নৌকার পক্ষে যোগিপোল ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির উদ্যোগে উঠান বৈঠক ও প্রচার মিছিল অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগ লিয়াকত আলী। সম্মানীত অতিথির বক্তৃতা করেন কুয়েটের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, অধ্যাপক ড. এ বি এম মহিউদ্দিন। সম্মানীত অতিথির বক্তৃতায় কুয়েটের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল বলেন’ কর্মী ও জনকল্যাণ বান্ধব সংগঠক এস এম কামাল হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। তিনি নির্বাচিত হলে ভোটার বা কর্মীদেরকে খুজে নিতে হবে না, তিনিই নিজেই আপনাদেরকে খুজে খুজে মূল্যায়ন করবেন। এমন নেতাকে ভোট বিপ্লবের মধ্যে দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাতে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ, আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌ. মো. মাহমুদুল হাসান, খানাবাড়ী গালর্স স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।
৩নং সেন্টার কমিটির আহবায়ক এস এম ইসহাক হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ফয়সাল হোসেন ও শফিউদ্দিন শফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ফরহাদ হোসেন, ওয়ার্ড আ’লীগ নেতা মিন্টন সানা। এ সময় ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওযার্ড আওযামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমীন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীবিড় রেজা, কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মো. পারভেজ আলম, সাধারণ সম্পাদক হাসিব সরদার, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির খোকন, আবু জাফরসহ ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় একটি প্রচার মিছিল ৩নং ওয়ার্ডের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button