স্থানীয় সংবাদ

সুন্দরবনের দুবলার চরের ৬ জেলেকে ট্রলারসহ সাগর থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশী জেলেদের মাঝে আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব- সুন্দরবনের দুবলারচরের শুটকী পল্লীর ৬ জন জেলেকে সাগরে মাছধরাকালে একটি ট্রলারসহ ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা হয়েছে। জানা গেছে, দুবলার চরের আলোরকোল এলাকায় অবস্থানকারী ওই জেলেদের মহাজন বাগেরহাট রামপালের ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে জানান, বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে তার ৬ জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিলো। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিড বোটে করে এসে তার ৬জন জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় চলে যায় বলে সাগর থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী অন্য জেলেরা জানিয়েছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে, ট্রলার মাঝি ইলিয়াস, জেলে ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু । এদের সকলের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে মহাজন আঃ হাই শেখ জানান। এ বিষয়ে সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরের পর দুবলার আলোরকোলের ৬জন জেলে সাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলো। এ সময় ভারতীয় বিএসএফ এসে সাগর থেকে ওই জেলেদের ধরে ভারতে নিয়ে গেছে। এ ঘটনায় দুবলারচরের পেশাদার জেলেদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলে কামাল উদ্দিন আহমেদ জানান। এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড আলোরকোল কন্টিনজেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন , বিএসএফ কর্তৃক জেলে ধরে নেওয়ার ঘটনাটি আলোরকোলের জেলেরা তাদের জানিয়েছে। এ বিষয় টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button