স্থানীয় সংবাদ

নগরীতে মদ গাঁজা ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর খালিশপুর হোল্ডিং নং-৭৬১/৩৪ ক্রিসেন্ট জুট মিল সংলগ্ন বিআইডিসি রোডের মৃত: আব্দুল বারেক মোল্লার ছেলে রাজু মোল্লা(২৮), খালিশপুর রোড নং-২২২ হোল্ডিং এনআই-৩০-এর বাসিন্দা মৃত: হাসান শেখের ছেলে মোঃ রুহুল শেখ(২৪), রেলওয়ে কর্মাশিয়াল মার্কেটের পিছনের বস্তির মৃত: শানুর ছেলে মোঃ হিরা(৩২), পূর্ব বানিয়া খামারের আবুল কালাম আজাদের ছেলে একে আল মামুন সাকিব(২০), জয়খালীর অতুল কবিরাজের ছেলে অচিন্ত কবিরাজ(৫৩), আলাইপুরের লুৎফর মোল্লার ছেলে হাবিব মোল্লা(২৫), ফরাজীপাড়ার জালাল শেখের ছেলে সাগর শেখ(২২)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৫০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাই মদ এবং ০১ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button