স্থানীয় সংবাদ
শহীদ আবু সুফিয়ান’র শাহাদাৎ বার্ষিকীতে বিজেএ’র শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ অধ্যাঃ আবু সুফিয়ান (বীর প্রতিক)-এর ৫১ তম শাহাদাৎ বার্ষিকীতে উপলক্ষে বাংলাদেশ জুট এসোসিয়েশনের পক্ষ থেকে শোক র্যালী ও মরহুমের কবরে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিজেএ’র চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী এবং সাবেক ভাইস চেয়ারম্যান এফ. এম. সাইফুজ্জামান মুকুল, মোঃ আব্দুস সাত্তার,মোঃ মাহমুদুর রহমান (মাহমুদ),মিতা বাগচী, শেখ রুহুল আমিন,গাজী শরীফুল ইসলাম (ওহিদ), রঞ্জন কুমার দাস,শরীফ মোঃ শহীদুজ্জামান (সজীব),খায়রুজ্জামা,শরীফ মোঃ আসাদুজ্জামান,মোঃ আব্দুল কুদ্দুস শেখ, বিজন বন্ধু সাহা,দেবাশীষ ভট্টাচার্য্যসহ বিজেএ’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।