খুলনা শিল্পাঞ্চলের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে নৌকায় ভোট দিন

১১নং ওয়ার্ডে পথসভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে কৌশল আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়েছে, যেভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছি, তাতে অচিরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, ইনশাল্লাহ। তিনি বলেন, সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। ২০১৫ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সামাজিক ইনডেক্সগুলোতেও আমরা খুব ভালো ফল করেছি। আমাদের দেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশ এসেছে। অতি দরিদ্র ভাগ যেখানে ১৮-১৯ শতাংশ ছিল, সেটা এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে। অবকাঠামো, ব্রিজ, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে। দেশে ১০০টি অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে। যেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, খুলনাঞ্চলের বন্ধ থাকা মিলগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। বন্ধ মিলগুলো চালু হলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে শিল্প নগরী খুলনায়। খুলনা শিল্পাঞ্চলের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে নৌকায় ভোট দিন।
শুক্রবার দিনব্যাপী নগরীর ১১নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম বাশার, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সর্দার আলী আহমেদ, সরদার ইউনুছ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ ইব্রাহীম, হাবিবুর রহমান, শুকুর আলী, আব্দুর রাজ্জাক, কাউসার আলী, সেলিম আকন, শহিদুল ইসলাম, মিনহাজুর রহমান উজ্জল, আনোয়ার হোসেন, নেছার উদ্দিন, শাহনাজ শারমিন, জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।##