শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসোপানে

মতবিনিময় সভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। মানবসম্পদ সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২৯, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের অবস্থান ২৭ দশমিক ২ পয়েন্টসহ সব বিষয়ে বাংলাদেশ আজ বিস্ময়। এই বিস্ময়ের কারিগর একজনই দেশনেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল। ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতিমধ্যে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা এবং দারিদ্র দূরীকরণে ভূমিকাসহ বিবিধ খাতে এগিয়ে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের এটি বড় অর্জন। এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে। তিনি আরো বরেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। একটি দেশের সামগ্রিক উন্নয়নে যে দূরদর্শিতা, সাহসিকতার প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সবই বিদ্যমান। শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসোপানে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
শনিবার সকালে নগরীর খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর অডিটরিয়ামে আইইবি খুলনার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) খুলনার সভাপতি চেয়ারম্যান প্রফেসর ড. সোবহান মিয়া। আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হকের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ পিইঞ্জ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. রাফিজুল ইসলাম, প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদকু মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, এ্যাড. শাম্মী আক্তার, আফরোজা জেসমিন বিথীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।