খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা সহ কমিটির সদস্যরা ২০২৪-২৫ সালের জন্য খুলনা প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সোমবার খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ও নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের নবনির্বাচিত কমিটি সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, মোঃ মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও শেখ মো: সেলিম, নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য মো: শাহ আলম, আসিফ কবির, রকিব উদ্দিন পান্নুু, মোঃ মিজানুর রহমান মিলটন, বিমল সাহা, শেখ মাহমুদ হাসান সোহেল, সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, সদ্য বিদায়ী কমিটির নির্বাহী সদস্য মোঃ আব্দুল হালিম, ক্লাব সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, আলমগীর হান্নান, কাজী শামীম আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।