স্থানীয় সংবাদ

৫ আসনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার পরিবর্তনের আবেদন

খুলনা ৫ আসনের প্রার্থী আকরাম হোসেনের রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ

সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনা ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদে ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছেন ফুলতলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান থেকে সদ্য পদত্যাগকারী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকরাম হোসেন। ১ জানুয়ারী সোমবার খুলনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এর নিকট খুলনা ৫ আসনে নির্বাচনী এলাকায় বিতর্কিত প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার পরিবর্তনের আবেদন করেছেন। শেখ আকরাম হোসেন সাক্ষরিত ওই আবেদন পত্রের সুত্র থেকে জানা যায় ডুমুরিয়া উপজেলায় বিগত ২০১৮ সালের নির্বাচনে ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচন ও ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ্র ডুমুরিয়া উপজেলায় কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তাকে ব্যবহার করে তার ও তার নিজস্ব প্রার্থীকে কারচুপির মাধ্যমে বিজয়ী করেছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান , শিক্ষা অফিসার দিবাশীষ বিশ^াস , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন সহ বেশ কয়েকজন অফিসারের প্রত্যক্ষ মদদে বিতর্কিত পদ্ধতিতে নারায়ন চন্দ্র চন্দ্র সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ^াস ও উপরোক্ত অফিসার এবং সংসদ সদস্যদের আজ্ঞা বাস্তবায়নকারী একটি বিশেষ গোষ্ঠির শিক্ষকরা পক্ষপাতিত্ব করায় এবং সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ্রের নির্দেশনা পালন করায় ১৪ টি নৌকার প্রার্থীর মধ্যে ১২ জন নৌকা প্রতিকের প্রার্থী পরাজিত হয়। বিদ্রোহী চেয়ারম্যানদের নিয়ে নিজস্ব বলয় সূষ্টির সুনিদিষ্ট অভিযোগ থাকায় ওসব নির্বাচনের নানা অসংগতি নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে । বর্তমানে এসম মামলা চলমান রয়েছে। তাছাড়া গত ১৫ বছর ধরে নারায়ন চন্দ্র চন্দ্র সংসদ সদস্য থাকায় এসব অফিসারদের সাথে রয়েছে বিশেষ সখ্যতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এসব কর্মকর্তাদের বিভিন্ন প্রকার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তার মিশন বাস্তবায়নে বেশ কয়েকজন অফিসার ২/৩ বার বদলী হলেও পুনরায় ডিও লেটার দিয়ে তাদেরকে ডুমুরিয়া উপজেলায় ফিরিয়ে আনা হয়েছে। শান্তিপুর্ন ভোটাররা আশংকা করছেন এসব কর্মকর্তা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এজন্য যাচাই বাছাই পুর্বক এসব কর্মকর্তাদের অন্যত্র বদলী করে নির্বাচনী কাজে নিয়োজিত করার আবেদন জানান এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button