স্থানীয় সংবাদ

খুলনার উন্নয়নে নৌকার বিকল্প নেই ..সেখ সালাউদ্দিন জুয়েল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সহ সারা দেশে উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। গতকাল রাত সাড়ে আটটায় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল । তিনি আরো বলেন, গেল ১৫ বছরে খুলনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। গল্লামারী ব্রিজ, খুলনা-মোংলা ছয় লেনের সড়ক, খুলনা ডেন্টাল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ চলমান আছে। পাশাপাশি এবার নির্বাচিত হলে খুলনা আইটি পার্ক, শিক্ষা বোর্ড,ভৈরব নদী খনন সহ আরো কয়েকটি উন্নয়ন মূলক কাজ করা হবে। এছাড়া ফুলতলা-সিকিরহাট ঘাটের দীঘদিনের দুর্দশা দূরীকরণে ফেরী পারাপার কাজ শুরু হবে। এসময় তিনি বলেন, খুলনায় সংখ্যালঘুদের জন্য আওয়ামিলীগ সরকার ৩৫ টি মন্দির ও ১২টি গীর্জায় অর্থ সহায়তা করেছে। তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। সবশেষে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করে খুলনা তথা দেশের উন্নয়নে অংশগ্রহন করার জন্য সকলকে বিশেষ আহবান জানান।
মত বিনিময় অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা সঞ্চলনায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস,এম, নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, খুলনা চেম্বার অব কমার্স এর সভাপতি কাজী আমিনুল হক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা মকবুল হোসেন মিন্টু,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের নবনির্বাচিত কমিটি সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন আসিফ কবির, মোঃ মোজাম্মেল হক হাওলাদার ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও মো: শাহ আলম,বিমল সাহা সহ সাংবাদিক বৃন্দরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button