স্থানীয় সংবাদ

৭ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হলে বাগেরহাটের উন্নয়নে প্রথম কাজ হবে পৌরসভার উন্নয়ন

নির্বাচনী জনসভায় শেখ হেলাল উদ্দিন এমপি

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদর আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী জনসভায় জেলার -১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ী হলে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আর আমরা বিজয়ী হলে এবারের নির্বাচনের পর বাগেরহাটের উন্নয়নে ব্যাপক কাজ করা হবে। প্রথমেই বাগেরহাট পৌরসভার উন্নয়ন নিশ্চিত করা হবে। যাতে পৌরবাসী কষ্ট না পায়। বেকার সমস্যা দুর করতে বাগেরহাট জেলা বাসীর জন্য জেলা সদরে কারিগরি কলেজ করা হবে। চিকিৎসা ব্যবস্থায় কিডনী ডায়ালসিসসহ উন্নত চিকিৎসার সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে। আমার সন্তান শেখ তন্ময় কে বাগেরহাট বাসীর খেদমতে এবারও দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। কারন শেখ তন্ময় প্রধান মন্ত্রীর কাছ থেকে বাগেরহাটের উন্নয়নে বেশী বরাদ্দ নিয়ে আসবে। তাই আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ তন্ময় কে আবারও এমপি নির্বাচিত করবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে। বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বুধবার বিকেলে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা সদর আসনের নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এমপি। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দিনের পতœী মিসেস রুপা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তরুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button