অস্ত্র মাদক উদ্ধারে খুলনা সদর থানা পুলিশের ডিসেম্বর মাসের সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সদর থানা পুলিশের অভিযানে ডিসেম্ভর মাসে রেকর্ড সাফল্য অর্জন করেছে , থানা পুলিশ ডিসেম্ভার মাসে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ২ টি শর্ট গানের কার্তুজ, পরিত্যক্ত অবস্থায় ৫৫ রাউন্ড থ্রিনাট থ্রি রাইফেলের গুলি ও ১১ টি চার্জার। ইয়াবা ট্যাবলেট-৮৬০ পিস, গাঁজা-৩ কেজি ১৬০ গ্রাম, হেরোইন-৩ গ্রাম, দেশীয় তৈরি চোলাই মদ ১৯৮ লিটার।৩ টি চোরাই মটর সাইকেল, ১টি ব্যাটারি চালিত চোরাই ইজিবাইক, ১ টি ব্যাটারি চালিত চোরাই রিক্সা, ৩ টি চোরাই বাই সাইকেল, ১ টি ট্রাকের চোরাই ব্যাটারি উদ্ধার করেছে । এছাড়া গ্রেফতারী পরোয়ানা তামিল জিআর-৩৫, সিআর-৮৬, সাজা-২৬, সর্বমোট-১৪৭ টি গ্রেফতারী পরোয়ানা তামিল , কেএমপি অধ্যাদেশ ও নন এফআইআর প্রসিকিউশনে ২৯ ঘটনায় ৩৮ জন ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।মাদক মামলা দায়ের হয়েছে ২৮টি গ্রেফতার হয়েছে ৩৬ জন। থানায় সর্বমোট ৫৩টি মামলা রুজু করে-৮৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে এবং ৩১ টি মামলায় অভিযোগপত্র এবং ২টি মামলায় চুড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সর্বমোট ৩৩ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। খুলনা সদর থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন বর্তমান সরকারের মাদক, সন্ত্রাস বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নের লক্ষে কেএমপি পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষনিক অভিযান অব্যহত ছিলো। যার কারনে খুলনা থানা এলাকায় কোন রাজনৈতিক সহিংসতার মত ঘটনা ঘটেনি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।