স্থানীয় সংবাদ

আবুল কালামকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মশিয়ালীতে হাত-পা বাঁধা উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

রুপসা মাস্টারপাড়ায় জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধিন মশিয়ালী আটরা পশ্চিমপাড়ার শষ্যে ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। রুপসার মাস্টারপাড়ার ডা. খেয়ালউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত ইসহাক মোল্যার পুত্র আবুল কালাম আজাদ(৫৬)। পেশায় সে একজন ইজিবাইক চালক বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। গতকাল শনিবার সকালে নিহতের স্বজনরা(ছেল ও মেয়ে) হাসপাতালের মর্গে এসে লাশ সনাক্ত করে বলে পুলিশ জানিয়েছে।
খানজাহান আলী থানার অন্তগত আটরা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই খায়রুল ইসলাম জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে হামপাতালের মর্গে পাঠানো হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তির এনআইডি’র মাধ্যমে জানতে পারি নিহত ব্যক্তি রুপসার মাস্টারপাড়ার মৃত ইসহাক মোল্যার পুত্র আবুল কালাম আজাদ। পরিবারের সাথে যোগাযোগ করলে নিহতের স্বজনরা হাসপাতালের মর্গে এসে লাশ সনাক্ত করে। তিনি জানান, স্বজনরা জানিয়েছেন আবুল কালাম আজাদ পেশায় ইজিবাইক চালক, সে রুপসা এলাকায় ইজিবাইক চালায়। পুলিশ জানায় প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের খপ্পড়ে পড়ে ইজিবাইক ছিনতাই করতে তাকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ আরো জানায়, যাত্রীবেশে এই ছিনতাইকারী চক্র তাকে মশিয়ালী এলাকায় নিয়ে এসে শরিষা ক্ষেতের মধ্যে হাত-পা বেধে গলায় মাফলার দিয় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে।
নিহতের ছেলে আফজাল মোল্যা জানায়, শুক্রবার সন্ধ্যায় রুপসার বাসা থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে আবুল কালাম আজাদ বের হয়। পুলিশের মাধ্যমে জানতে পারি মশিয়ালীতে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে। খবর পেয়ে হাসপাতালের মর্গে এসে আমার বাবার লাশ সনাক্ত করি। নিহতের ছেলে আফজাল আরো জানায়, বাবার কাছে থাকা মোবাইলে ইজিবাইকের মালিক সকালে ফোন দিলে ফোনটি রিসিভ করে এক ব্যক্তি বলেন ফোন্িট পাওয়া গেছে শিরোমণি থেকে নিয়ে যেতে কিছুক্ষণ পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি জানায় নিহত আবুল কালাম আজাদের জানাযা শনিবার এশার নামাজের পর মাস্টারপাড়ায় অনুষ্ঠিত হয়। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এই রির্পোট লেখা পর্যন্ত রাতে খানজাহান আলী থানায় মামলার প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য শুক্রবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালীর আটরা পশ্চিমপাড়ার একটি শষ্যে ক্ষেতের মধ্যে হাত-পা এবং গলায় ফাস দেওয়া একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মচারী কাওছার মোড়লের ইন্তেকাল
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) শিক্ষা শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ কাওছার আলী মোড়ল(৭০) ইন্তেকাল করেছেন(ইন্নানিলাøাহি .. রাজিউন)। তিনি গতকাল শনিবার ভোর পৌনে ৬টায় অসুস্থজনিত কারণে যোগিপোল মধ্যপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুগোগ্রাহী রেখেগেছে। সকাল ১১টায় স্থানীয় যোগিপোল ৭নং ওয়ার্ড ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় কুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোয়েবুর রহমান, মুফতি হাফেজ হুমাউন কবির বাচ্চু, যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা আওয়মী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, থানা আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান হানিফ, খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, গোলাম কিবরিয়া, শাহ মোঃ হাফিজুর রহমান, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার, ক্রিড়া সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি মামুনুর রশীদ জুয়েলসহ কুয়েটের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের ভাইপো হাফেজ মোঃ ওহেদুজ্জামান। মোঃ কাওছার আলী মোড়লের মৃত্যুকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, সাধারণ সম্পাদক হাসিব সরদারসহ সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button