সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনের বিরুদ্ধে মামলা : তদন্ত শুরু
সাতক্ষীরা প্রতিনিধি ঃ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলারোয়া থানায়। নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন বলে জানান পুলিশ সুপার। সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, মামলাটি নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) কমিশনের উপ-সচিব (আইন) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্তের তথ্য জানানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য কলোরোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এবং তিনি শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন।
চিঠিতে বলা হয়, ফিরোজ আহম্মেদ স্বপন তার নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটাররা কেন্দ্রে যাবে না। তারা যদি ভোটকেন্দ্রে যায় একটা গণ্ডগোল বাধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকায় ভোট দেয়নি তাহলে আরেকটা ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না। আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না। তার এই বক্তব্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘‘অফিসে একটি ঘরোয়া পরিবেশে ভোটার ও দলীয় কর্মীদেরকে বোঝানো হচ্ছিল, দল বেধে ৮/১০ জন এক সাথে ভোট দিতে যাওয়ার দরকার নেই। এই বিষয়টি রঙচং দিয়ে কিছু ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তিনি জানান। নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে তিনি তার লিখিত জবাবও দিয়েছেন বলে তিনি আরো জানান।