মোরেলগঞ্জে প্রকাশ্য জনসম্মুখে এক নারীকে হত্যার ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার নাই

ফলোআপ
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্য জনসম্মুখে শাহিনুর বেগম (৪২) নামের একজন নারীকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার বাদি হয়ে শুক্রবার রাতে মোড়েলগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মন্টু তালুকদারকে প্রধান আসামিসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ জন কে আসামী করা হয়েছে। শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারে নাই। উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মামলার বাদী নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, ঘটনার দিন বিকেল ৫টার দিকে গুয়াতলা গ্রামের তার বাড়িতে প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সাথে সিমানা বিরোধে মন্টু তালুকদারসহ ৮/৯ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ শামসুদ্দীন বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।