বাগেরহাটের ৪টি নির্বাচনী আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন নির্বাচন চলাকালীন সময়ে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র
প্রার্থীর ভোট বর্জনের ঘোষনা, ৬ জন গ্রেফতার
আজাদুল হক, বাগেরহাট প্রতিনিধি ঃ
বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটের ৪ টি নির্বাচনী আসনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। যদিও নির্বাচন চলাকালীন অবস্থায় রবিবার বেলা ১ টার দিকে বাগেরহাট-(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মোঃ জামিল হোসাইন প্রেস ব্রিফিং করে ভোট বর্জন করেছেন। ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, কর্মী সমর্থকদের মারপিট, ভোটকাটা ও জাল ভোটের অভিযোগ উত্থাপন করে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন জামিল হোসাইন। শরনখোলা উপজেলার নিজ বাসভবনে সংবাদ কর্মীদের ডেকে তিনি এ প্রেস ব্রিফিং করেন। ঈগল প্রতীকের প্রার্থী জামিল হোসাইন জানান, এসব অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নেন। এ সময় তার সহধর্মিণী শেখ শারমিন রিমা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ দিকে মোড়েলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল কেন্দ্রে বিকেল ৩ টার দিকে অসৎ উদ্দেশ্যে অবস্থানকালে মোবাইল টিমের ম্যাজিষ্টেট ৬ জন কে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি মোড়েলগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে। বাগেরহাট -৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ সকাল সাড়ে ৮ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার এপি কালিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। আর বাগেরহাট -২ আসন অর্থাৎ জেলা সদর আসনের নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টার দিকে ভোট প্রদান করেন। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায় জেলার ৩ ও ৪ নির্বাচনী আসনে ভোটের উপস্থিতি ছিল মোটামুটি। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রে মোট ১হাজার ৫৯৯ জন ভোটারের মধ্যে বেলা ১২ টার পযর্ন্ত ৯২৪ টি ভোট পড়েছে জানান প্রিজাইডিং অফিসার সাবুল আহম্মদ। একই উপজেলার বাজিকর খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ১৮০ জন ভোটারের মধ্যে বেলা ১২ পর্যন্ত ১ হাজার ৩৯৪ ভোট পড়ে বলে প্রিজাইডিং অফিসার মনোতোষ কুমার দে জানান। মোড়েলগঞ্জ উপজেলার এপি কালিকাবাড়ী সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রের মোট ২ হাজার ৫৭১ জন ভোটারের মধ্যে সকাল ১০ টা পর্যন্ত ৬ শতাধিক ভোট পড়েছে বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম।