স্থানীয় সংবাদ

অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা পাঁচ দিনের মধ্যে নগরী ছাড়ার নির্দেশ : ১৬ জানুয়ারী কেসিসির অভিযান

স্টাফ রিপোর্টারঃ নগরীতে যত প্রকার অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা আছে তা আগামী পাঁচ দিনের মধ্যে নগরী ছাড়তে হবে। নতুবা খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) অভিযান পরিচালনা করে এসব অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কেসিসি সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার। তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারী থেকে এদের বিরুদ্ধে কেসিসি জোড়ালো অভিযান শুরু করবে। আইন ভাংগলে কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
কেসিসির সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নগরীতে কেসিসির লাইসেন্স প্রাপ্ত ইজিবাইক রয়েছে ৭ হাজার ৯৬টি। কিন্তু নগরীর ১৫ সহ¯্রাধীক ইজিবাইক চলছে বলে সূত্রটি জানায়। নগরীতে যানজটের অন্যতম কারণ এই অবৈধ ইজিবাইক। যানজট নিরসনে মেয়রের নির্দেশনায় কেসিসি এ সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে নগরীতে ১৭ হাজার রিক্সা রয়েছে। কিন্তু একটি চক্র এসব রিক্সায় ব্যাটারি সংযোজন করে নগরীতে ধাপিয়ে বেড়াচ্ছে। এসব রিক্সার কারণে নগরীতে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা জানান। নগরীতে দুর্ঘটনা কমাতে ব্যাটারি চালিত এসব রিক্সার বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে কেসিসি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে নগরীতে অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে মাইকিং শুরু করেছে কেসিসি। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে যেসব রিক্সার ব্যাটারি স্ব উদ্যোগে খুলে ফেলা হবে তাদের কিছু বলবে না কেসিসি। আর যারা খুলবে না তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা গ্রহণ করবে কেসিসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button