যুক্তরাজ্য সরকারের বিবৃতি

বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচন
খবর বিজ্ঞপ্তি ঃ ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সম্পর্কে যুক্তরাজ্য অবগত আছে। গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে বিশ্বাসযোগ্য, অবাধ ও উন্মুক্ত প্রতিযোগিতার উপর। মানবাধিকার, আইনের শাসনের প্রতি সম্মান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম অপরিহার্য উপাদান। নির্বাচনের সময়কালে এই মানদ-গুলো ধারাবাহিকভাবে মেনে চলা হয় নি। আমরা ভোটের আগে বিরোধী দলের বহু সদস্যের গ্রেপ্তারে উদ্বিগ্ন। আমরা ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতা, যা নির্বাচনের পূর্বে ও নির্বাচনের সময় হয়েছে, তার প্রতি নিন্দা জানাই। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কর্মকা-ের কোন স্থান নেই। নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। কাজেই বাংলাদেশের জনগণের হাতে ভোট প্রদানের জন্য সকল বিকল্প উপস্থিত ছিলো না। যুক্তরাজ্য ও বাংলাদেশ একটি ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করতে টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজ গড়ে তোলার পরিবেশ তৈরি করা অপরিহার্য। আমরা আশা করি সকল রাজনৈতিক দল তাদের মতভিন্নতাকে পাশে রেখে সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের স্বার্থে এক হয়ে কাজ করবে। আমরা এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।