ছাত্রদল নেতা মাসুমসহ আটক ২ : খুলনা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা
খুলনা জেলা বিএনপি’র লিফলেট বিতরণকালে
স্টাফ রিপোর্টার ঃ গত ৭ জানুয়ারির আ’লীগের সাজানো-পাতানো প্রহসনের নির্বাচন দেশব্যাপী একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করায় জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেন্দ্র ঘোষিত গণসংযোগে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে খুলনা জেলা বিএনপি। নতুন তফসিল ঘোষণা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে বুধবার (৯ জানুয়ারি) দুপুরে গণসংযোগ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি’র শান্তিপূর্ণ গণসংযোগে লিফলেট বিতরণকালে কৈয়া বাজার এলাকা থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল¬াহ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আলমকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ।
গণসংযোগের মতো অহিংস কর্মসূচীতে পুলিশের বাঁধা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বুধবার এক বিবৃতিতে ছাত্রনেতাদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে প্রহসনের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।