খুলনা প্রেসক্লাব আয়োজিত পিঠা মেলার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে মেলার উদ্বোধন করবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সঞ্চালনা করবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবারও এই মেলা আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৩ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন এই মেলা খুলনা প্রেসক্লাব চত্বর চলবে। এবারের পিঠা মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ১৩টি স্টল অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে চিতই, মালপোয়া, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ বাহারী নামের মজার মজার সব পিঠা পাওয়া যাবে।