রূপসা খানজাহান আলী ব্রিজ থেকে লাফিয়ে এক হোটেল ম্যানেজারের আত্মহত্যা

পকেটে মিলেছে চিরকুট ও আইডি কার্ড
স্টাফ রিপোর্টার : রূপসা খানজাহান আলী ব্রিজের উপর থেকে লাফ দিয়ে অভিজিৎ সরকার (২৯) নামে এক হোটেল ম্যানেজার আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় এঘটনাটি ঘটেছে। নিহত অভিজিৎ এর বাসা মহানগরীর টুটপাড়া ২১০/২ মসজিদ রোড এলাকায়, সে দিলীপ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে খানজাহান আলী ব্রিজের উপর থেকে নিচে লাফ দিয়ে শক্ত জায়গায় পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিৎ সরকারের। পরে নিহত অভিজিৎ এর পকেট থেকে তার জাতীয় পরিচয় পত্র ও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে, আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজে থেকে এটা করছি। আমার যা কথা আছে। তার জন্য আমি একটা চিঠি কম্পিউটার প্রিন্ট করা। তা আমার হোটেল এ্যারানিয়া ডোরারে একটা খামে আছে। তার উপর লেখা আছে অভির চিঠি। পুলিশ বা অন্য কেউ খুলবেন যাতে আমার মৃত্যুর জন্য কারো কোনো দোষ হয় না। উক্ত ঘটনাস্থলে র্যাবের গোয়েন্দা টিম ও টহল এবং লবণচরা থানা পুলিশ পরিদর্শন করেন। এবিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।