স্থানীয় সংবাদ

স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষনা বেসরকারী জুট মিলের শ্রমিকদের

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় গাফফার ফুড মোড়ে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাবউদ্দীন, নিজামউদ্দীন, রেজাউল, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, মোঃ বাবুল খান ,মোঃ জাহাঙ্গির, প্রমুখ। সভায় শ্রমিক নেতারা বলেন, সভা থেকে আগামি ১৮ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্বারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং পরবর্তিতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করেন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলেন জানান শ্রমিক নেতারা ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button