৯০৫ গ্রাম গাঁজা, ইয়াবা, হেরোইন, নগদ টাকাসহ আট মাদক কারবারি গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জাব্দীপুর বেলতলা মোড়ের নুরুজ্জামান সরকারের ছেলে হাসিবুল ইসলাম হাসিব(২২), দৌলতপুর হেলালের বাগানের বাসিন্দা মৃত: আমিন খার ছেলে মোঃ রনি(৩৪), নতুন বাজারের কালাম হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার(৩০), -সোনাডাঙ্গা খাঁ বাড়ীর শাবু হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার(১৯), আড়ংঘাটা উত্তরপাড়ার মৃত: রশিদ হাওলাদারের ছেলে আব্দুস সালাম হাওলাদার(৪৮), রাজবাঁধ ঘোলার সুদর্শন মল্লিকের ছেলে আকাশ মল্লিক(২৩), রাজাপুর পপুলার জুট মিলের সামনের মকবুল হাওলাদারের ছেলে মোঃ বিল্লাল হাওলাদার(২৮), ৪নং গার্ড কলোনীর ফারুক শেখের ছেলে উজ্জল শেখ(২৮)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৯০৫ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ ৩,৬৩০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।