পাইকগাছায় শিবসা নদী দখল করে মৎস্য মার্কেট তৈরীর অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় শিবসা নদী দখল করে মৎস্য মার্কেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। কিছু দিন ধরে মৎস্য আড়ৎদারী সমিতির ওই সেমিপাকা স্থাপনা তৌরী করছেন বলে স্থানীরা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মতার নির্দেশে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠছে। অভিযোগে জানাযায়, পৌর সদরেরর পাশে শিবসা নদী প্রবাহিত। শিবসা নদীর পাড়ে ক্রয়কৃত জমিতে মৎস্য কাটা গড়ে উঠে। কাটার জায়গা বাড়ানোর জন্য শিবসা নদীর ভরাট জায়গায় পাকা স্থাপনা তৈরী করছে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি কর্তৃপক্ষ। পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মিঠু নায়েব জানান, আমরা জমি কিনে মৎস্য আড়ৎ তৈরী করেছি। শিবসা নদী দখল বিষয় তারা বলেন, এমনি ভাবে শিবসার চর অনেকেই দখল করেছে। সে কারণে আমরা একটু মাছ সাজানোর জন্য একটু নিয়েছি। অন্যরা ভেঙ্গে নিলে আমরাও ভেঙ্গে ফেলবো। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার জানান, আমাদের ওয়াপদা বাদে সব জমি ভূমি অফিসের। তারপরেও আমরা দেখেছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাড়–লী ইউনিয়ন ভূমি কর্মকর্তা লতিফা আক্তার জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীর জাযগায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি পাকা স্থাপনা করছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজ বন্ধ করে দিয়েছি। পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন বলেন, অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পরে জরিপ করে আমাদের জমি কিনা জানালে স্থাপনা ভেঙ্গে দেয়া হবে। কেহ নদী দখল করে স্থাপনা তৌরী করতে পারবে না।