নগরীতে আবারও জুয়ার বোর্ড চাঙ্গা
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খুলনা থানাধীন ফুল মার্কেট এলাকায় জুয়ার বোর্ড রমরমা আসরের বিরুদ্ধে একাধিক বার কেএমপি’র পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়াড়ীদের গ্রেফতারও করা হয়। পরবর্তীতে আসামীরা জামিনে মুক্তি পাওয়ার পরপরই কয়েকদিনের মধ্যেই আবারও জুয়ার আসর চালু করে। ফলে কোন সুরাহা মিলছে না ওই এলাকার জুয়ার বোর্ড বন্ধের ব্যাপারে। গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৭ টায় কেএমপি’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা থানাধীন ফুল মার্কেট এলাকায় জুয়া খেলার সময় জুয়াাড়ি মো: দুলাল হাওলাদার, মো: আলী লস্কর, মো: খোরশেদ, মো: দ্বীন ইসলাম, মো: নুর ইসলাম, মো: পলাশ এবং বুলু শেখকে জুলা খেলার সরঞ্জাম তিন সেট তাস এবং ৪ হাজার ১শ’ টাকাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলা দায়ের করা হয়। যার নং ৩২, ১৯-১২/২০২৩, ধারা ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়ার আইনের ৩/৪। আসামীরা সহজেই আদালত থেকে মুক্তি পাওয়ার পরপরই কয়েকদিনের মাথায় পুনরায় সংঘবদ্ধ হয়ে জুয়ার আসর পরিচালনা শুরু করেছে। তবে প্রতিবার অভিযানে জালে রুই-কাতলা ধরা পড়লেও রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সূত্র জানায়, দীর্ঘ বছর ধরে ওই জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে এক জুয়া ব্যবসায়ী, তার যোগসাজসে পুনরায় বিভিন্ন মহলকে হাত করে জুয়ার বোর্ডের এই রমরমা ব্যবসা শুরু হয়েছে। ওই জুয়ার আসরে প্রকাশ্য প্রতিদিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত চলছে লাখ লাখ টাকার জুয়ার খেলা। অভিজ্ঞ মহল স্থায়ীভাবে এ জুয়া বন্ধের ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।