স্থানীয় সংবাদ

মহেশ^রপাশায় পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্রেরমুখে লুট

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা শান্তিনগরে ফল ব্যবসায়ীর বাড়ীতে পুলিশ পরিচয়ে দেশীয় অন্ত্রেরমুখে জিম্মি করে নগর টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ফুলবাড়ীগেট বাজারের ফল ব্যবসায়ী মোঃ সিরাজ আলীর শান্তিনগরের বাড়ীতে ৩/৪ জনের মুখোশধারী ঘন্টাব্যাপি লুটপাট চালায়। ভুক্তোভোগীরা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে বাড়ীর বাহিরের গেটে পুলিশ পরিচয়ে ভাড়াটিয়াকে ডাকাডাকি করতে থাকে। এ সময় তাদের ডাকাডাকিতে সিরাজ আলী গেটের ধারে গেলে ৩/৪ জন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে গেট খুলতে বলে। সত্তোরুর্ধ বৃদ্ধ সিরাজ আলী গেট খোলার সাথে সাথে তার গলায় ছুরি ধরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ধরে দুজনকে জিম্মি করে ফেলে। পরে মুখোশধারী ব্যক্তিরা ঘরের যে সকল স্থানে টাকা থাকে নিশ্চিত হয়ে সে সকল স্থান খাটের তোষকের নিচে, ভেনিটি ব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা বের করে নেয়। তারা সিরাজ আলীর যে ছেলে বিদেশ থাকে তার নাম ধরে ডেকে বলে টাকা পাঠিয়েছে সে টাকা কোথায় ? পরে তাদের হাতে থাকা রামদা দিয়ে স্টীলের আলমেরীর লকার ভেঙ্গে ফেলে আলমেরীর ড্রয়ারে থাকা নগদ ১লক্ষ ৪০ হাজার টাকা, বাড়ীওয়ালীর গলায় এবং কানে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ঘরের বিভিন্ন স্থানে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে নির্বিগ্নে চলে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তোভোগীদের সাথে কথা বলেছি। লুন্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের সনাক্ত করে মালামাল উদ্ধারে তৎপর রয়েছি আমরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button