স্থানীয় সংবাদ

ফকিরহাটে রাস্তা থেকে তুলে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে ভাই ও বন্ধুদের সাথে ঘুরতে আসা দুই তরুনীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ সভাপতি শাকিল সরদার ফেরদৌস কে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাস গত রবিবার স্বাক্ষরিত সংগঠনের প্যাডে বলা হয় অসামাজিক কাজে লিপ্ত ও দলীয় শৃংখলা ভঙ্গের কারনে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ফেরদৌস কে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে ন্যাক্কারজনক ঘটনার জন্য পুলিশ শাকিল সরদার কে গ্রেফতার করেছে। উল্লেখ্য শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ভিকটিম দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সাথে মটর সাইকেলযোগে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেদ্র দেখতে যায়। পরে সেখান থেকে রাত ১১টার সময় বাগেরহাট খানজাহান (রঃ) মাজারে ঘুরতে যায়। সেখান থেকে আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে বান্দবীর বাসায় যাওয়ার জন্য খুলনার দিকে রওনা হয়। পথিমধ্যে ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুনীর ওড়না টেনে ধরে। এতে ওই তরুনী ও তার বন্ধু মটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অপর মোটরসাইকেলের চালক ও তরুনী মোটরসাইকেল থেকে নেমে এগিয়ে আসলে তরুণ-তরুনীরা কোন কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও তার সহযোগি মেহেদী তাদেরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুনীদেরকে পার্শ্ববর্তী জনৈক স্বপন দেবনাথের চায়ের দোকানের ভিতরে নিয়ে যায়। একজনকে চায়ের দোকানের বেঞ্চের উপর এবং অন্য জনকে পাশ্ববর্তী জনৈক প্রশান্ত ব্যানার্জির সেড দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষনকারীরা দুই তরুনী ও তাদের সাথের দুই তরুণকে পার্শবর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই মেয়েদের আবারও ধর্ষন করা হয়। এক পর্যায়ে তরুনীদের সাথে থাকা এক তরুন পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনা পুলিশকে জানায়। পরবর্তীতে রবিবার (১৪ জানুয়ারি) তরুণীদেরকে তাদের বাড়ী থেকে নিয়ে আসে পুলিশ। এ ঘটনা বিষয়ে ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই তরুণীকে তাদের বাড়ী থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আর এ ঘটনায় এক তরুনী বাদী ২ জনকে আসামী করে মামলা দায়ের করে। এর মধ্যে শাকিল সরদার নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী মেহেদী হাসানকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button