স্থানীয় সংবাদ
কেসিসির দ্বিতীয় দিনের অভিযানে ইজিবাইকসহ ২০টি গাড়ী আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দ্বিতীয় দিনের মত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ দিনে মোট ২০টি গাড়ী আটক করা হয়। আটক গাড়ীর মধ্যে ১৬টি ব্যাটারি চালিত রিক্সা, ৩টি বক্স ভ্যান ও একটি ইজিবাইক। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার বলেন, মেয়রের নির্দেশনায় বুধবার সকালে দ্বিতীয় দিন নগরীতে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ১৬টি অবৈধ যানবাহন আটক করা হয়। আটককৃত রিক্সা থেকে ব্যাটারি ও মটর খুলে রেখে নবায়ন সাপেক্ষে রিক্সা ছেড়ে দেয়া হবে। আর লাইসেন্স বিহীন ইজিবাইক নগরভবনে রয়েছে। এ ব্যাপাওে কোন সিদ্ধান্ত হয়নি। কেসিসির লাইসেন্স অফিসার (যান) রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।