নগরীর ছিন্নমূল মানুষের মাঝে এ্যাড. সাইফুলের শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : নগরীর টুটপাড়া কবরস্থানের খাদেম এবং ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বুধবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দি বাচ্চু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসনা টিটু, এ্যাড. এসএম তারিক মাহমুদ তারা, এ্যাড. কেএম ইকবাল হোসনে, এ্যাড. মোহাম্মদ এনামুল হক, অ্যাডভোকটে এম এম সাজ্জাদ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, ২৩নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল সরদার বাদল, আওয়ামী লীগ নেতা শেখ হারুন মানু, মোহাম্মদ নঈমুজ্জামান টগর, আমিনুল ইসলাম সুমন, আব্দুল্লাহ আল মামুন, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মোঃ মেহেদী হাসান, এ্যাড. রথীন্দ্রনাথ সরদার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাজু, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মোহাম্মদ সাগর, আব্দুল আজিজ প্রমুখ। টুটপাড়া কবরখানার সকল খাদেম, কবর খোঁড়া কর্মীসহ ছিন্নমূল মানুষের মাঝে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করা হয়।