স্থানীয় সংবাদ

কনকনে শীতের হাওয়ায় বিপাকে নি¤œ আয়ের মানুষেরা

আজ গুড়ি গুড় বৃষ্টির সম্ভাবনা

শেখ ফেরদৌস রহমান ঃ গেল কয়েকদিন যাবৎ হিমেল হাওয়া আর কণকণে শীতে বিপর্যস্ত নি¤œ ও মধ্য আয়ের মানুষেরা। গতকাল খুলনায় এবছরের মধ্যে সর্ব নি¤œ তাপমাত্রা ছিল সোমবার ১১ দশামিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তার আগের দিন ছিল ১২ ডিঃ সেঃ। এছাড়া আজ আরও কমতে পারে আর সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হলাকা মাঝারী বাতাসসহ ঘন কুয়াশা থাকতে পারে সরাদিন। তবে তাপমাত্রা আগামী ২০ শে জানুয়ারী থেকে বাড়তে পারে এমনটি জানিয়েছে খুলনা আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নি¤œ আয়ের মানুষেরা, রিক্সা ও ভ্যান চলকেরা যেন শীতে জুবুথুবু অবস্থায় পড়েছে। তবে গতকাল সকাল হতে বিকাল পর্যন্ত ছিল না সূর্যের আলোর দেখা। পাশাপাশি বাতাসের কারণে শীতের প্রকোপ আগের মত ছিল। এছাড়া এই শীতে আর হিমেল বাতাসের কারণে দৈনিক খেটে খাওয়া শ্রমিকেরা আরও বেশি ক্ষতিগ্রস্থ। পাশাপাশি শীতের রোগবালাই বেড়েছে। শীতজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা রয়েছে মারাত্মক হুমকিতে। সড়কের বিভিন্ন ফাঁকা জায়গায় শীত নিবারণ করতে বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা যায়। গতকাল কথা হয় রিক্সা চালক মোঃ ঈসরাইল হোসেনের সাথে তিনি বলেন, গেল কয়েক দিন যাবৎ সকালে যদিওবা বের হয়ে সামান্য কিছু অর্থ উপার্জন হয়। তবে সন্ধার পর থেকে আর বের হওয়া যায়না। বাতাসের কারণে হাড় কাপানো শীত লাগে। তারপরও পেটের দায়ে বের হতে হয়। রিক্সা নিয়ে বের হলেও পাওয়া যায়না আগের মত যাত্রী। মূলতঃ শীতের জন্য কাজ ছাড়া যেন কেউ ঘর থেকে বের হয়না। এছাড়া আমার গ্রামের বাড়ীতে বউ-বাচ্চার জন্য টাকা পাঠাই। ছেলে মেয়ের পড়াশুনার খরচ আছে। যখন কাজ পাই না তখন জমানো টাকা ও মানুষের কাছ থেকে ধার-দেনা করে চলতে হয়। এ বিষয়ে চায়ের দোকানী আবুল কালাম বলেন, শীত বেড়ে যাওয়াতে আমার চায়ের দোকানে বেচাকেনা কমতে শুরু করেছে। গেল কয়েকদিন ধরে আমার বেচাকেনা খুবই কমে গেছে। মানুষজন ঘর থেকে বাইরে আসতে চাচ্ছেন না। আমি কয়েকদিন দোকান বন্ধ রেখেছিলাম। এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, গতকাল হতে সূর্যের দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশা ছাড়াও বাতাসের কারণে শীতের তিব্রতা বেশি মনে হচ্ছে। আগামী ২০ জানুয়ারীর পর থেকে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। আজ সকাল হতে গুড়ি গুড় বৃষ্টিসহ মাঝারী হালকা বাতাস বয়ে যেতে পারে। গতকাল খুলনায় তাপমাত্রা সর্বনি¤œ ছিল ১২ দশামিক খুলনা বিভাগের মধ্যে সব থেকে কম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button