স্থানীয় সংবাদ

শেখ হাসিনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন

আ’লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ভুমি মন্ত্রণালয়ের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বৃহস্পতিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ।
মতবিনিময়কালে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরসা করে সারাদেশের মানুষের সেবা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। এ দায়িত্ব শুধু আমার একার নয়, এ দায়িত্ব খুলনার সবার। আমার এ দায়িত্ব যথাযথভাবে পালনে খুলনার সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগীতা একান্ত প্রয়োজন। খুলনাবাসীর সহযোগীতা পেলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সহজ হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি খুলনা তথা সারাদেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য সার্বক্ষণিক চেষ্টারত রয়েছেন। শেখ হাসিনা একাধারে চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সারা বিশে^র নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। সুদক্ষ নেতৃত্বের প্রশংসা করছে সারাবিশ^। কোন অশুভ শক্তির কাছে মাথানত না করে নিজ নেতৃত্ব গুণে দেশকে তিনি অভূতপূর্ণ সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দুর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এ স্মার্ট সোনার বাংলা গড়ার অংশীদার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসী, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এসময়ে তিনি ফুলতলা-ডুমুরিয়াসহ খুলনার জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এম মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, বিএম এ সালাম, কামরুজ্জামান জামাল, সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, সরদার আবুল সালেহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ মো. রকিবুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, সায়েদুজ্জামান সম্্রাট, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সারোয়ার, বিলকিস আক্তার ধারা, ফারজানা নিশি, জামিল খান, নাজনিন নাহার কণা, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন মিয়া, মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, সেলিনা আক্তার পিয়া, শেখ শাহজালাল হোসেন সুজন, মনোয়ারা খাতুন শিউলি, এম এম আজিজুর রহমান রাসেল, মো. ইমরান হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে মহানগর ও জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, মহানগর শ্রমিক লীগ, মহানগর ও জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button