খুলনায় স্ত্রী হত্যা : ৮ বছর পর গ্রেপ্তার স্বামী
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টায় খুলনা সদর থানা পুলিশের অভিযানে রুপসার চাঁনমারী বাজার তাকে থেকে গ্রেপ্তার করা হয়। খুলনা মেট্রপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চানমারী বাজার মসজিদ গলির মোহসিন’র বাড়ীতে স্বামীর হাতে তার স্ত্রী খুন হয়। খুনের এই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসে (৩৬) খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবুকে যাবজ্জীবন দন্ডের আদেশ দেন। রায় ঘোষনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করে।