স্থানীয় সংবাদ

১ ফেব্রুয়ারী থেকে খুলনায় শুরু হচ্ছে মাসব্যাপী বই মেলা

ধুমপান, কসমেটিক, ব্লেজার মুক্ত বই মেলা করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ঐতিহ্যবাহী একুশে বই মেলা এবারও ১ ফেব্রুয়ারী থেকে মাস ব্যাপী চলবে। বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ মেলা ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। মেলার প্রাঙ্গণের নানা অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লেখক-কবি ও সাহিত্যিকরা। রবিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার একুশে বই মেলার প্রস্তুতিমূলক সভায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইউসুফ আলী। বক্তৃতা করেন এডিসি (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, এডিসি (শিক্ষা ও আইসিটি) মীর আলিপ রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার তৈমুর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলমগীর কবির, আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এসকেএম তাছাদুজ্জামান, মোখলেসুর রহমান বাবলু, পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর, এনামুল হক বাচ্চু, কবি হুসাইন বিল্লাহ, শেখ আঃ হালিম, সুলতান আহমেদ শ্রাবন, কবি আবু আসলাম বাবু, শাহনাজ সুলতানা, রতন কুমার নাথ, কেএম তুহিন বাবু, রূপা বাড়ৈ, নুরুনাহার হীরা প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক হামিদুর রহমান। সভায় মেলা জমিয়ে তুলতে কার্যকরি কমিটি গঠনের সুপারিশ করা হয়। মেলায় ধুমপান নিষিদ্ধ করা হয়। মেলায় ৯৫ ভাগ স্টল বইয়ের স্টল করার প্রস্তাব করা হয়। মেলায় খাবারের দাম বাজার মূল্যের মধ্যে রাখার প্রস্তাব করা হয়। মেলায় মানসম্মত বই বিক্রি করার প্রস্তাব করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button